মার্কেটিং কি?

বর্তমান সময় হল ডিজিটাল প্রযুক্তির সময়। সবধরনের কাজকর্ম এখন ডিজিটাল মাধ্যমেই হচ্ছে। ঠিক তেমনি বড়-বড় কিংবা ছোট কোন ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানি গুলো তাদের পণ্য প্রচারণার ক্ষেত্রে অনলাইন প্রচারকে ব্যবহার করে আসছে। এছাড়া অন্যান্য মার্কেটিং মেথড এর ছেয়ে ডিজিটাল মেথড গুলো 2০ গুণ বেশি ফলাফল দেয়। তাই, বেশিরভাগ প্রচারণা এখন অনলাইনের মাধ্যমেই হচ্ছে। অন্যদিকে ক্যারিয়ার হিসেবে অনেক প্রফেশনাল একটি পেশা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

nitahmid



মার্কেটিং কি?
ইংরেজি ‘Marketing’ শব্দের অর্থ হল বিপণন করা, প্রচার করা।
সাধারনত কোন কিছু প্রচার-প্রচারণা করাই হল মার্কেটিং।

Comments

Popular posts from this blog

I will create a learndash or tutor lms education responsive website

👉 shopify landing page design with pagfly or shogun app (50% discount) - in 2 days👈