অনলাইন প্রচারণা কেন গুরুত্বপূর্ণ?

একসময় ছিল যখন বাজারে নতুন কোন পণ্য আসলে তাদের কিছু কর্মী ঘরে ঘরে গিয়ে সেই পণ্য সম্পূর্ন সবাইকে জানিয়ে দিত এবং তাদেরকে কেনার জন্য আকৃষ্ট করত। বর্তমানে সেই প্রচারণা গুলো অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই করা যাচ্ছে। গ্রাহকের কাছে পণ্যের গুণাগুণ, প্রয়োজনীয়তা ইত্যাদি সবকিছুই সুন্দরভাবে উপস্থাপন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। এছাড়া বর্তমান সময়ে 450 কোটির বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করতেছে এবং এই ব্যবহারকারীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। তাহলে আপনি একবার ভেবে দেখুন আপনার ব্যবসার বা পণ্যের মার্কেটিং টা যদি অনলাইনে করেন তাহলে কি পরিমান কাস্টমার আপনি পেতে পারেন। এজন্য প্রতিটা ব্যবসায়ের ক্ষেত্রে অনলাইন প্রচারণা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। More #digitalmarketing #digitalmarketingagency #digitalmarketingtips #digitalmarketingtraining #digitalmarketingstrategist #digitalmarketingtools #digitalmarketingblog #DigitalMarketingBusiness #digitalmarketing2021 #onlinecampaign #onlinecampaigns #facebook #Twitter #linkedin #instagram #pinterest